প্রকাশিত: Tue, Dec 26, 2023 12:02 AM
আপডেট: Wed, Jul 2, 2025 1:02 PM

[১]গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর গণহত্যা, নিহত অন্তত ৭০

সাজ্জাদুল ইসলাম: [২]  গাজার মধ্যাঞ্চলে অবস্থিত আল-মাগাজি শরণার্থী শিবিরটি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা রোববার গভীর রাতে বলেছেন, শিবিরটিতে ইসরায়েলি বিমান নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি বলেন, আল-মাগাজি ক্যাম্পের জনাকীর্ণ আবাসিক চত্বরে যা সংঘটিত হচ্ছে তা আসলে গণহত্যা। সূত্র: আল জাজিরা

[৩] খৃস্টান সম্প্রদায় যখন তাদের বড় দিনের উৎসব পালন করছে তখন ইসরায়েল তাদের নবীর জন্মস্থান ফিলিস্তিনি ভয়াবহ গণহত্যা ও ধ্বংসের তান্ডব চালাচ্ছে।

[৪] আল জাজিরা জানায়,  হামলায় বেশ কয়েকটি বাড়িও ধ্বংস হয়ে গেছে। হামলার পর সেখানকার মানুষ বেঁচে যাওয়া লোকদের খুঁজে বের করার চেষ্টায় ধ্বংসস্তূপের ভেতরে তল্লাশি চালাচ্ছেন।

[৫] ইসরায়েলি এই হামলায় মেয়ে এবং নাতিসহ পরিবারের বেশ কয়েকজন সদস্যকে হারিয়েছেন আহমেদ তুরোকমানি। তিনি বলেছেন, ‘আমাদের সবাইকে টার্গেট করা হয়েছিল। আসলে গাজায় কোনও নিরাপদ স্থান নেই।’

[৬] আল জাজিরার তারেক আবু আজউম দক্ষিণ গাজার রাফাহ থেকে জানিয়েছেন, আল-মাগাজি শরণার্থী শিবিরটি মধ্য গাজার সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর মধ্যে একটি।তিনি বলেন, ইসরায়েলি সামরিক বাহিনী এর আগে গাজার ফিলিস্তিনিদের যে জায়গাগুলো থেকে সরে যেতে বলেছিল তার মধ্যে এটি অন্যতম। হামলা চালিয়ে এখন ক্যাম্পটিকে ‘সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া’ হয়েছে।

[৭] তারেক আবু আজউম এই হামলাকে গত সপ্তাহে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে হওয়া হামলার সাথে তুলনা করেন, সেখানে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৯০ জন নিহত হয়েছিলেন। আল-মাগাজি ক্যাম্পে গত মাসেও হামলা হয়। সেসময় এই শরণার্থী শিবিরে অন্তত ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছিলেন। ইসরায়েলের সামরিক মুখপাত্রের দপ্তর বলেছে, তারা আল-মাগাজি শরণার্থ শিবিরে হামলার বিষযটি খতিয়ে দেখছে। সম্পাদনা: ইকবাল খান